Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিবন্ধকতা জয় করে সাবলম্বী জবির শিক্ষার্থী সাজ্জাদ

আবু সুফিয়ান সরকার শুভ, জবি করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৪ ০৯:৩০

জবি: শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে সাবলম্বী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন। অনলাইনে বইয়ের ব্যবসা করে পড়াশোনার ও নিজের খরচ চালিয়ে যাচ্ছেন তিনি।

সাজ্জাদ গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান। বাবা এলাকার মাদরাসার শিক্ষক এবং মা গৃহিণী। সাজ্জাদের শারীরিক সমস্যা ছোট বেলা থেকেই। এলাকার সরকারি প্রাইমারি স্কুল থেকে পড়া শেষে মাদরাসা থেকে দাখিল সম্পন্ন করেন তিনি। এরপর সোনাতলা ট্যাকনিক্যাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। তখন পর্যন্ত তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। সাইকেল চালিয়ে তিনি কলেজ যাওয়া আসা করতে পারতেন।

বিজ্ঞাপন

পরে শারীরিক অবস্থা অবনতির দিকে যায়। সে অবস্থায় শুরু হয় সাজ্জাদের বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি। পড়াশোনার প্রতি তীব্র আকর্ষণ ও অদম্য প্রচেষ্টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ভর্তির সুযোগ পান সাজ্জাদ। বিশ্ববিদ্যালয়ের ১ম ও ২য় বর্ষ পরিবারের সহায়তায় ও বিভিন্ন উপবৃত্তি সহায়তায় কেটে যায়। ৩য় বর্ষে বিভিন্ন কোচিং ও টিউশনির থেকে বঞ্চিত হয়ে অবশেষে অনলাইনে বই বিক্রির বিজনেস শুরু করেন তিনি। বর্তমান বইয়ের ব্যবসা ক্যাম্পাসে সকলের নিকট পরিচিত হয়ে উঠেছে।

সাজ্জাদ বলেন, ‘প্রচুর পরিশ্রম ও ধৈর্য ধরে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসতে পেয়েছি। চেষ্টা থাকায় শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা হতে পারেনি। বিশ্ববিদ্যালয়ে আসার পর বাড়ি থেকে টাকা নিয়ে পড়াশোনা খরচ চালানো একটু কষ্ট হয়ে যায়। তখন নিজেই কিছু করার পথ খুঁজতে থাকি। অভিজ্ঞতা ও শারীরিক অবস্থার কারণে যোগাযোগ করেও কোনো কোচিং বা টিউশনিতে সারা পাচ্ছিলাম না। অবশেষে বইয়ের ব্যবসা নিয়ে ভাবতে শুরু করি।’

বিজ্ঞাপন

বইয়ের ব্যবসা নিয়ে তিনি বলেন, ‘ব্যবসার চিন্তা থেকে অনলাইনে বই বিক্রি শুরু করি। তারপর একটা ফেসবুকে পেজ খুলে ধীরে ধীরে এই ব্যবসার দিকে এগোতে শুরু করি। পুঁজি পরিমাণ খুব অল্প নিয়ে শুরু হয় আমার এই পথ চলা। এখন আলহামদুলিল্লাহ… ভালোই চলছে। আমার চলার মতো যতটুকু প্রয়োজন ততটুকু আয় হচ্ছে। বিক্রয় এর উপর নির্ভর করে কয়েকমাস যাওয়ার পর বিজনেস আরও বড় করার চেষ্টা করব।’

সারাবাংলা/এএসএস/এনএস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় টপ নিউজ সাজ্জাদ হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর