Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পাহাড়ে শান্তিপূর্ণ সহাবস্থান ও সুষম বণ্টন নিশ্চিত করব’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৪ ২২:২৭ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৪ ২৩:২১

নিজের নির্বাচনি এলাকা খাগড়াছড়িতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। ছবি: সারাবাংলা

খাগড়াছড়ি: একসঙ্গে সবাই মিলে পাহাড়ে শান্তিপূর্ণ সহাবস্থান ও সুষম বণ্টন নিশ্চিত করার প্রত্যয় জানিয়েছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

তিনি বলেন, পার্বত্য জেলা পরিষদগুলোর আরও ক্ষমতায়ন করা হবে। পার্বত্য শান্তিচুক্তির সুফল যেন প্রতিটি পার্বত্যবাসী ভোগ করতে পারে, সেটি নিয়েও কাজ করা হবে।

নবগঠিত সরকারের মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে যোগদানের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনি এলাকা খাগড়াছড়ি সরকারি সফরে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র আরও একবার নতুনভাবে প্রতিষ্ঠিত হলো।

প্রতিমন্ত্রী মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে নিজ সংসদীয় এলাকা খাগড়াছড়ি পৌঁছালে তাকে অভ্যার্থনা ও শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা। এ সময় ফুলে ফুলে সিক্ত হন কুজেন্দ্র লাল ত্রিপুরা। পরে রামগড় বাজারে অস্থায়ী সংবর্ধনা মঞ্চে প্রতিমন্ত্রী তাকে নৌকা প্রতীকে নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে প্রতিমন্ত্রীকে খাগড়াছড়ির প্রবেশদ্বার সোনাইপুল বাজারে ফুল দিয়ে শুভেচ্ছা জানান খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংশ্রেইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, মংক্যচিং মারমা, গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা, রামগড় পৌর মেয়র রফিকুল ইসলাম কামালসহ দলীয় নেতাকর্মী ও সোনাইপুল বাজারের ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রীর প্রথম সরকারি সফরে তার ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও সহধর্মিনী মল্লিকা ত্রিপুরা সঙ্গে ছিলেন। পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা ঢাকা থেকে সড়কে খাগড়াছড়ির পথে থাকার সময় জেলার আট উপজেলায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে শুভেচ্ছা জানান।

সারাবাংলা/টিআর

কুজেন্দ্র লাল ত্রিপুরা খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম পার্বত্য প্রতিমন্ত্রী