Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু টানেলে মাইক্রোবাস উল্টে আহত ৭

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৪ ১৩:৩৯ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৪ ১৮:৪৯

চট্টগ্রাম ব্যুরো: কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে মাইক্রোবাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে টানেলের নিরাপত্তার দায়িত্বে থাকা এক নৌবাহিনীর সদস্যসহ সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোরে টানেলের আনোয়ারা প্রান্তের এপ্রোচ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- নিরাপত্তাকর্মী ও নৌবাহিনীর সদস্য গাজী মাহবুবুর রহমান রনি, মাইক্রোবাস চালক রুবেল, যাত্রী আলী মর্তুজা, রাশেদুল ইসলাম, ফারহানা, মুন্না ও কান্তি। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ সারাবাংলাকে জানান, টানেলের আনোয়ারা প্রান্তে তিন রাস্তার মুখে প্রবেশ পথে ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মূলত বেপরোয়া গতির একটি মাইক্রোবাস ওখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি বক্সে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের সঙ্গে লেগে উল্টে যায়।

এতে নিরাপত্তার দায়িত্বে থাকা নৌবাহিনীর সদস্য রনি এবং মাইক্রোবাসের ছয়জন আহত হয়েছেন। নৌবাহিনীর ওই সদস্যকে সিএমএইচ একং বাকিদের চমেকে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে এসে টানেলের দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/আইসি/ইআ

আহত ৭ টপ নিউজ বঙ্গবন্ধু টানেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর