বিপিএলের টিকেট বিক্রি শুরু মঙ্গলবার
১৫ জানুয়ারি ২০২৪ ২২:০০ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৪ ১০:২৯
আগামী ১৯ জানুয়ারি পর্দা উঠছে বিপিএলের এবারের আসরের। বিপিএলকে সামনে রেখে ঘোষণা করা হয়েছে ঢাকা ভেন্যুর বিভিন্ন স্ট্যান্ডের টিকেটের মূল্য। আগামীকাল (১৬ জানুয়ারি) থেকে শুরু হবে টিকেট বিক্রি।
পাঁচ ক্যাটাগরিতে বিক্রি হবে এবারের বিপিএলের ঢাকা ভেন্যুর টিকেট। গতবারের চেয়ে এবার বেড়েছে টিকেটের মূল্য। বরাবরের মতো এবারও সবচেয়ে দামি টিকেট গ্র্যান্ড স্ট্যান্ডের। এখানের প্রতিটি টিকেটের মূল্য ২৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকেটের মূল্য ১৫০০ টাকা। ক্লাব হাউসের টিকেট কিনতে লাগবে ৮০০ টাকা। নর্থ/সাউথ স্ট্যান্ডের প্রতিটি টিকেটের মূল্য ৪০০ টাকা। সবচেয়ে কমদামি টিকেট ইস্টার্ন স্ট্যান্ডের, এখানকার প্রতিটি টিকেটের মূল্য ২০০ টাকা।
বিপিএলের টিকেট পাওয়া যাবে দুটি জায়গায়। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দি ইন্ডোর স্টেডিয়াম ও মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের অ্যাকাডেমি গ্রাউন্ড সংলগ্ন ১ নম্বর গেটে থাকছে টিকেট কাউন্টার।
টিকেট বিক্রি শুরু হবে সকাল ৯.৩০ মিনিটে, চলবে রাত ৮টা পর্যন্ত। টিকেট বিক্রি শুরু হবে আগামীকাল ১৬ জানুয়ারি থেকে। এছাড়াও ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন পাওয়া যাবে টিকেট।
সারাবাংলা/এফএম