Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘টাকা নিয়েছি প্রমাণ করতে পারলে পদত্যাগ করব’

স্পেশাল করসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৪ ২০:১১

ফাইল ছবি

ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আমি বা চেয়ারম্যান কারও কাছ থেকে টাকা নিয়েছি— এমনটি প্রমাণ করতে পারলে পদত্যাগ করব। শত কোটি টাকা পেলে তো বিদেশ চলে যেতাম।

নির্বাচন উপলক্ষ্যে ক্ষমতাসীনদের কাছ থেকে জাতীয় পার্টি (জাপা) টাকা নিয়েছে— এমন অভিযোগ তুলেছেন দলটির পরাজিত প্রার্থী ও বিক্ষুব্ধ নেতারা। তাদের এই অভিযোগ অস্বীকার করে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু সোমবার (১৫ জানুয়ারী) বনানী কার্যযালয়ে বসে এসব কথা বলন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এগুলো হলো গসিপিং। অনেকেই মনে করছে, আওয়ামী লীগের সঙ্গে যেহেতু আমাদের কথাবার্তা হয়েছে, ২৬টি সিট দিয়েছে। তাদের ধারণা, আমাদের অনেক টাকা দিয়েছে, শত শত কোটি টাকা দিয়েছে। অথচ প্রার্থীদের কেন আমরা টাকা দিলাম না। এটা তাদের মনের আসল ব্যথা।’

তিনি আরও বলেন, ‘ইলেকশন ঠিক মতো হয়নি এবং তারা পাস করেনি এটা আসল ব্যথা না। দুয়েকজন ছাড়া পরাজিত প্রার্থীদের আসল ব্যথা হলো— আমরা শত কোটি টাকা পেয়েছি, অথচ তাদের কেন দিইনি।’

শত কোটি টাকা কে দেবে? এমন প্রশ্ন রেখে জাপা মহাসচিব বলেন, ‘সরকার আমাকে টাকা দেবে কেন? সরকার যদি আমাকে টাকা দেয় তাহলে এটা কি অজানা থাকবে? শত-শত কোটি টাকা হজম করার মতো মানুষ তো আমি না। বাংলাদেশে আমার নিজস্ব একটি বাড়িও নেই। এত টাকা পেলে তো বিদেশ চলে যেতাম।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর