Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমান-শিমুল-সেলিমাসহ বিএনপির ৯৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৪ ১৯:৫৪

ঢাকা: রাজধানীর মতিঝিল থানার নাশকতার এক মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ ৯৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

সোমবার (১৫ জানুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দেন।

এদিন শুনানিকালে আমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানির পর তাকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়। অন্যান্য আসামিরা জামিনে থেকে আদালতে উপস্থিত হন।

চার্জগঠন হওয়া এ মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু, হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, রফিকুল আলম মজনু ও শরাফাত আলী শফু প্রমুখ।

উল্লেখ্য, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর মতিঝিল থানায় মামলাটি দায়ের করা হয়।

সারাবাংলা/পিটিএম

অভিযোগ আমান গঠন বিএনপি

বিজ্ঞাপন

বিপিএলের টিকিট মিলবে যেভাবে
২৯ ডিসেম্বর ২০২৪ ১৩:৪০

হাল না ছাড়ার প্রত্যয় গার্দিওলার
২৯ ডিসেম্বর ২০২৪ ১২:৫৪

আরো

সম্পর্কিত খবর