Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলেশা মার্ট চেয়ারম্যান মঞ্জুরুলের জামিন মঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৪ ১৮:২৫

ঢাকা: চেক জালিয়াতির পৃথক ৯ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ জানুয়ারি) ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিনের আদেশ দেন। এদিন মঞ্জুরুল আলমের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন জামিন চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত ৭ মামলায় এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত ২ মামলায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে, শনিবার রাতে রাজধানীর বনানী এলাকা থেকে মঞ্জুর আলম শিকদারকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ। এর পর ৯ মামলায় গ্রেফতারি পরোয়ানামূলে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সারাবাংলা/পিটিএম

আলেশা মার্ট চেয়ারম্যান জামিন মঞ্জুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর