অর্থনৈতিক সংকট মোকাবিলায় মিতব্যয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশ
১৫ জানুয়ারি ২০২৪ ১৭:৪৪ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৪ ২০:২১
ঢাকা: আন্তর্জাতিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় নতুন মন্ত্রিসভার মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রতি দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ দিক নির্দেশনা দেওয়া হয়।
এদিন দুপুরে সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিভাগ আয়োজিত এক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী পরিষ্কার নির্দেশনা দিয়েছেন, আন্তজার্তিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় আমাদের মিতব্যয়ী হতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, সৎ ও স্বচ্ছ থাকতে হবে। কোনো ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম করা যাবে না।’
পলক জানান, প্রধানমন্ত্রী বলেছেন, কোনো প্রকল্প বাস্তবায়নে দেরি করা যাবে না। যেসব প্রকল্প অল্প টাকার জন্য আটকে আছে তা দ্রুত শেষ করতে হবে। প্রকল্প নিতে হবে সাধারণ মানুষের স্বার্থ বিবেচনা করে। অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
সারাবাংলা/জেআর/পিটিএম