Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনাকে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির অভিনন্দন

স্টাফ করেসপেন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৪ ১৫:২১ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৪ ১৬:৫১

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো একটি চিঠিতে সিসি বলেছেন, আমি সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নতুন মেয়াদে জয়ী হওয়ার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।

মিশরের প্রেসিডেন্ট বলেন, এই উচ্চ পদে পুনঃনির্বাচিত হওয়ার অর্থ হচ্ছে আপনার দেশের আরও অগ্রগতি অর্জনে আপনার সক্ষম নেতৃত্বের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।

সিসি বলেন, এই সুযোগে আমি আনন্দের সঙ্গে স্বীকার করছি যে, মিশর ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক বজায় রয়েছে। এক্ষেত্রে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থে আগামী বছরগুলোতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি পাবে।

তিনি অভিনন্দন পুনর্ব্যক্ত করে বলেন, আপনার মঙ্গল কামনা করে পাঠানো আমার আন্তরিক শুভেচ্ছা বার্তা আপনি অনুগ্রহ করে গ্রহণ করুন।

তিনি বাংলাদেশের বন্ধুপ্রতীম জনগণের অব্যাহত সফলতা, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

সারাবাংলা/আইই

আবদেল ফাত্তাহ আল সিসি টপ নিউজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর