শেখ হাসিনাকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন
স্টাফ করেসপেন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৪ ১৪:৩০ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৪ ১৬:৪০
১৫ জানুয়ারি ২০২৪ ১৪:৩০ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৪ ১৬:৪০
ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবউন।
শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, আমাদের বন্ধুত্ব ও সংহতির সম্পর্ককে সুসংহত করার পাশাপাশি আমাদের সম্পর্কের স্তর এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমার নিরন্তর প্রস্তুতি ব্যক্ত করতে চাই, যেন উভয় দেশের স্বার্থ রক্ষা করা যায়।
তিনি নতুন মেয়াদে দায়িত্ব পালনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য কামনা করেন। প্রধানমন্ত্রীকে আলজেরিয়ায় সরকারি সফরেরও আমন্ত্রণ জানান আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবউন ।
সারাবাংলা/আইই