Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০২ দফা বাড়ল পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৪ ১৩:০৪

ঢাকা: পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। ফলে ১০২ দফা কোম্পানিটির লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হলো।

সোমবার (১৫ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ার লেনদেন আরও ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সে হিসেবে ১৫ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।

এর আগে, সর্বশেষ ১০১ দফায় গত ২৮ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল। তার আগে, আরও ৯৬ দফা কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছিল।

প্রথম দফায় ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৫ দিন পরপর কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে যাচ্ছে ডিএসই। তাতে এ কোম্পানিতে আটকে থাকা বিনিয়োগকারীদের বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছে।

সারাবাংলা/জিএস/ইআ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ পিপলস লিজিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর