Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিএমইএ নির্বাচন সামনে রেখে সম্মিলিত পরিষদের কার্যক্রম শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৪ ২১:৪৬

ঢাকা: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এর ২০২৪-২০২৬ মেয়াদে পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৯ মার্চ ২০২৪ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সম্মিলিত পরিষদ নির্বাচনি কার্যক্রম শুরু করেছে।

রোববার ( ১৪ জানুয়ারি) সন্ধ্যায় উত্তরা ক্লাবে সম্মিলিত পরিষদের উদ্যোগে ‘টেকসই পোশাক শিল্প বিনির্মাণে সম্মিলিত পরিষদ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সম্মিলিত পরিষদের ২০২৪ -২০২৬ নির্বাচনের প্রধান সমন্বয়কারী বিজিএমইএর সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সম্মিলিত পরিষদের সাধারণ সম্পাদক ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর বর্তমান কমিটির ১ম সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, আবদুল মোমিন মন্ডল এমপি, দেওয়ান জাহিদ আহমেদ টুলু ও সম্মিলিত পরিষদের প্যানেলের দলনেতা ও বিজিএমইএ এর সিনিয়র সহ -সভাপতি এস এম মান্নান (কচি)।

সভায় পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি এবং টেকসই পোশাক শিল্প বিনির্মানকে প্রাধান্য দিয়ে সম্মিলিত পরিষদের নির্বাচনী ইশতেহার তৈরি বিষয়ে নেতারা মতবিনিময় করেন। সভায় উল্লেখযোগ্য সংখ্যক পোশাক উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/একে

নির্বাচন পোশাক মালিক বিজিএমইএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর