Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চামড়া রফতানিতেও প্রণোদনা দেওয়া হবে: শিল্পমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৪ ২১:২৪

ঢাকা: গার্মেন্টস শিল্পের মতো চামড়া শিল্পেও রফতানিতে প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এছাড়া আশুগঞ্জ ও ভোলায় অত্যাধুনিক সার কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার (১৪ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্বিতীয়বারের মতো শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আওতাধীন দফতর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘কৃষির জন্য জরুরি সার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন। এ লক্ষ্যে আশুগঞ্জে পুরাতন সার কারখানার স্থলে একটি আধুনিক সার কারখানা এবং ভোলায় একটি নতুন সার কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে আমরা কর্মপরিকল্পনা হাতে নিয়েছি।’

শিল্পমন্ত্রী বলেন, ‘আমার নির্বাচনি ইশতেহার এবং জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়নের স্বপ্নযাত্রা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করব। তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে শিল্প মন্ত্রণালয় এবং আওতাধীন দফতর ও সংস্থা কাজ করে যাচ্ছে। আমরা চিনিকলগুলো আধুনিকায়ন করে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। লবণ শিল্পের উন্নয়নে কক্সবাজারে একটি লবণ ইনস্টিটিউট স্থাপন করা হবে। শিল্প মন্ত্রণালয়ের দক্ষ সিনিয়র সচিবের নেতৃত্বে আমাদের টিম কাজ করে যাচ্ছে। দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকারের অন্যান্য মন্ত্রণালয় ও দফতরের সঙ্গে আমরা যৌথভাবে কাজ করব।’

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘আমি দেশের জন্য, দেশের জনগণের জন্য কাজ করতে চাই। আমার উপর প্রধানমন্ত্রী আস্থা রেখে যে দায়িত্ব অর্পন করেছেন, তার প্রতিদান দিতে চাই।’

দ্বিতীয়বার শিল্পমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রোববার প্রথম দফতরে আসেন তিনি। মন্ত্রণালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এর পর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি শিল্প মন্ত্রণালয়ের বিগত ১৫ বছরের অর্জন নিয়ে ‘সমৃদ্ধির ১৫ বছর’ শীর্ষক পুস্তকের মোড়ক উন্মোচন করেন।

উল্লেখ্য, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন এবং ৭ জানুয়ারি ২০১৯ শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হয়ে সফলভাবে পাঁচ বছর মেয়াদ পূর্ণ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পঞ্চমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০২৪ সালের ১১ জানুয়ারি দ্বিতীয়বারের মতো শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

চামড়া নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্পমন্ত্রী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর