স্মার্ট বাংলাদেশ গড়তে পুলিশ-সাংবাদিক একসঙ্গে কাজ করার আহ্বান
১৪ জানুয়ারি ২০২৪ ১৯:১৭ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪ ১৯:৩৮
ঢাকা: ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পুলিশ, সাংবাদিকসহ সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)র কমিশনার হাবিবুর রহমান।
রোববার (১৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর বার্ষিক সাধারণ সভা ও সেরা প্রতিবেদকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথি হিসেবে ডিএমপি কমিশনার বলেন, ‘কয়েকদিন আগে একটি সাধারণ নির্বাচন হয়েছে যেখানে নতুন সরকার এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। সেখানে আমরা একটি স্মার্ট অপরাধমুক্ত সমাজ গড়ে তুলব। পুলিশ, সাংবাদিকসহ সকলকে স্মার্ট বাংলাদেশ তৈরির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই।’
তিনি আরও বলেন, ‘ক্রাইম রিপোর্টাররা সংবাদ প্রকাশের পর পুলিশ অপরাধ প্রতিরোধ ও প্রতিকারে কাজ করে। সাংবাদিকরা চাকরি করলেও পরোক্ষাভাবে অনেক কাজ করে থাকেন সমাজে অপরাধ কমাতে। আমরা সমান্তরালে কাজ করে এগিয়ে যাচ্ছি।’
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, ‘ক্রাইম রিপোর্টার আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। আমরা সব তথ্য পাই না। আন্তরিক সম্পর্ক থাকায় সাংবাদিকদের মাধ্যমে অনেক তথ্য পাই। নিউজের মাধ্যমে প্রাথমিক তদন্ত করতে পারি। আমরা তদন্ত করি ও পরে আদালতে বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।’
তিনি আরও বলেন, ‘কাউকে পারিবারিকভাবে হেয় করা, অপমান করা আমাদের লক্ষ্য না। পুলিশ, সাংবাদিক উভয়েরই প্রাথমিক কাজ সংশোধন করা।’
ঢাকাসহ সারাদেশের আইনশৃঙ্খলা আমাদের জন্য রক্ষা করা সাংবাদিকদের সাহায্য ছাড়া পুলিশের পক্ষে একা সম্ভব না উল্লেখ করে তিনি বলেন, ‘অধিকাংশ সাংবাদিক যেভাবে নানা অভাব-অভিযোগ, শারীরিক কষ্ট উপেক্ষা করে কাজ করে তা অনেকটি ভলান্টারি বলা যায়। সাংবাদিকদের এসব কাজ সার্বিকভাবে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে। যে কোনো প্রভাবশালী ব্যক্তি, মন্ত্রণালয় ভয়ে থাকে সাংবাদিকদের কাছে তথ্য পৌঁছে যাওয়ার। এভাবেই সমাজে অপরাধ নিয়ন্ত্রণে থাকে।’
সিটিটিসি প্রধান আসাদুজ্জামান বলেন, ‘সমসাময়িক বিষয় নিউজের মাধ্যমেই উঠে আসে। সামাজিক চ্যালেঞ্জ আছে এমন বিষয় পুরস্কার প্রদান করায় ক্র্যাবকে ধন্যবাদ। তবে নানা বিষয় থাকলেও জঙ্গিবাদ নেই। জঙ্গিবাদ বিষয় অন্তর্ভুক্ত করলে ভালো হতো। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকলেও নির্মূল হয়নি। এটি ধারাবাহিক চ্যালেঞ্জ। অনুসন্ধানী সংবাদের ভিত্তিতে সারকিয়ার ঘটনা অনুসন্ধান করি ও মূল হোতাদের আটক করি। তাই আশা করি এরপর থেকে জঙ্গিবাদ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনও পুরস্কৃত হবে।’
অনুষ্ঠান শেষে বিজয়ী সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এ বছর ক্র্যাব মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছেন চার বিষয়ে ছয়জন। তারা হলেন, সাইবার ক্রাইম প্রতিরোধ-সচেতনতা বিষয়ে বিশেষ প্রতিবেদন (প্রিন্ট ও অনলাইন) বিভাগে জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময় এবং ঢাকা পোস্টের জেষ্ঠ্য প্রতিবেদক আদনান রহমান। অপরাধ বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন (টিভি) বিভাগে পান ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদক নাজমুল সাইদ। মাদক প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক বিশেষ প্রতিবেদন (প্রিন্ট ও অনলাইন) বিভাগে পান আমাদের সময়ের প্রতিবেদক সাজ্জাদ মাহমুদ খান।
অপরাধ বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন (প্রিন্ট ও অনলাইন) বিভাগে পান প্রথম আলোর প্রতিবেদক আহমেদুল হাসান আশিক এ বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মাহবুব মমতাজি।
বিজয়ী প্রত্যেকে ক্র্যাবের পক্ষ থেকে পান ৫০ হাজার টাকা পুরস্কার।
সারাবাংলা/আরএফ/একে