Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে টিসিবির পণ্য বিক্রি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৪ ১৭:১১

ট্রাকে করে বিক্রি হচ্ছে টিসিবি পণ্য। ফাইল ছবি

দিনাজপুর: সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় ফ্যামেলি কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এদিকে বাজার মূল্যের চেয়ে কম দামে চাল, তেল ও ডাল পেয়ে খুশি সীমান্তবর্তী নিম্ন আয়ের মানুষরা।

রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় হিলি চারমাথা মোড়ে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা একাডেমি সুপারভাইজার শাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

মামুনুর রশিদ মামুন বলেন, ‘বর্তমান বাজারে জিনিসপত্রের দাম অনেক বেশি। বর্তমান সরকার টিসিবির মাধ্যমে আমাদের চাল, ডাল, তেল দিচ্ছে। যা বাজার মূল্যের চেয়ে অনেক কম এইসব কম দামে পাওয়ায় খুশি সাধারণ মানুষ।’

রহিমা খাতুন বলেন, ‘আমার স্বামী একজন শ্রমিক তার দৈনিক যে আয় করে। বর্তমান বাজারে জিনিসপত্রের দামের কাছে তার আয় খুব কম। এদিকে বাজারে মূল্যের চেয়ে কম দামে এইসব পণ্যে পেয়ে আমরা খুশি। বর্তমান সরকার আমাদের মত সাধারণ মানুষের চিন্তা করে টিসিবির মাধমে চাল, ডাল, তেল বিক্রি চালু থাকুক।’

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, ‘এই উপজেলার ১০ হাজার ৫৭১ জনকে ফ্যামেলি কার্ডের মাধ্যমে ৪৭০ টাকা দরে ৫ কেজি চাল, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার তেল দেওয়া হচ্ছে।’

টিসিবির ডিলার আলম হোসেন বলেন, ‘হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার ১১ ধাপের টিসিবির বিক্রিয় শুরু হয়েছে।’

সারাবাংলা/ইআ

টিসিবির পণ্য বিক্রি হিলি

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর