Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ণফুলীতে ডুবে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৪ ১৬:৩৬

রাঙ্গামাটি: রাঙ্গামাটির বরকল উপজেলায় ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ স্কুলছাত্রী উত্তরা চাকমার (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার জগন্নাথছড়া এলাকায় কর্ণফুলী নদীতে উত্তরা চাকমার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

এর আগে, শুক্রবার (১২ জানুয়ারি) সকালে বিজিবি সদস্যদের বহনকারী একটি লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌকার (বার্মিজ বোট) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন যাত্রীসহ নৌকাটি নদীতে ডুবে যায়। নৌকার অন্য যাত্রীরা সাঁতার কেটে তীরে যেতে পারলেও স্কুলছাত্রী উত্তরা চাকমা পানিতে ডুবে যায়।

বরকল উপজেলার বাসিন্দা হলেও উত্তরা চাকমা রাঙ্গামাটি জেলা শহরের ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনহাজ আহমেদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকাল ৯টার দিকে জগন্নাথছড়া এলাকায় মরদেহটি ভেসে উঠে। পরে সেটি উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/ইআ

মরদেহ উদ্ধার স্কুলছাত্রী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর