‘চলমান কাজগুলো শেষ করাটাই বড় চ্যালেঞ্জ’
স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৪ ১৬:৩৩ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪ ১৯:১৮
১৪ জানুয়ারি ২০২৪ ১৬:৩৩ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪ ১৯:১৮
ঢাকা: চলমান কাজগুলো শেষ করাটাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন।
ইয়াফেস ওসমান বলেন, ‘গত তিন মেয়াদে কোনো চ্যালেঞ্জ দেখিনি। এখন আবার কীসের চ্যালেঞ্জ। এখন মূলত যে কাজগুলো শুরু করেছিলাম সেগুলো শেষ করতে পারাটাই বড় চ্যালেঞ্জ।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সবসময় সৎ লোক মূল্যায়ন করেন। আমি মনে করি, বাংলাদেশের সবাই যদি সৎভাবে কাজ করে তাহলে চারবার কেন, পাঁচ/ছয়বার মন্ত্রী হতে পারব। এটাই প্রমাণ হয়েছ।’
সারাবাংলা/জেআর/পিটিএম