Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রণালয়ের উদ্যোগ এগিয়ে নেওয়াই লক্ষ্য: সিমিন হোসেন রিমি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৪ ১৫:৫৮ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪ ১৮:৫১

ঢাকা: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, নারী ও শিশুদের উন্নয়নে গত সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা এগিয়ে নিয়ে যাওয়াই হবে প্রধান কাজ।

রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে প্রথম কার্যদিবসে প্রতিমন্ত্রী সকাল সাড়ে ১১টায় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিমিন হোসেন রিমি বলেন, সভ্যতার দুইটি হাত, একটি পুরুষ অন্যটি নারী। কাউকে পেছনে ফেলে কোনোটাই অগ্রসর হয় না। মহিলা ও শিশু মন্ত্রণালয়ের মাধ্যমে যে কাজগুলো আছে সেগুলো এগিয়ে নিয়ে যাবো। আমি নারী ও শিশু নিয়ে অনেক আগে থেকেই কাজ করি। সেজন্য আমার খুবই ভালো লাগার জায়গা এটি।

অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কর্মপরিকল্পনা তো একটা থাকবে। কিন্তু সেটি ১০০ দিন বা সেরকম কিছু না। কারণ এটি চলমান একটি কাজ। সেহেতু সেভাবেই আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যাব।

সারাবাংলা/জেআর/আইই

টপ নিউজ সিমিন হোসেন রিমি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর