Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কে শৃঙ্খলা ফেরাতে আরও কাজ করতে হবে: সড়ক মন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৪ ১৫:১৭ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪ ১৬:৩৪

ফাইল ছবি

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক ও যানবাহন চলাচলে এখনও পুরোপুরি শৃঙ্খলা অর্জিত হয়নি। তিনি বলেন, আমরা আশা করছি, এ যাত্রায় আমরা শেষ গন্তব্যস্থলে পৌঁছাতে পারব।

রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এমন কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের অনেকগুলো কাজ আছে, এরমধ্যে আমি এখনও বলি, সড়কে শৃঙ্খলা, যানবাহনে শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমরা এখনও অর্জন করতে পারিনি।’

তিনি বলেন, ‘বর্তমান বিশ্ব পরিস্থিতিতে চ্যালেঞ্জ আরও কঠিন। তবে আমি মনে করি, জীবনের কোনো চ্যালেঞ্জই অনতিক্রম্য না। সব চ্যালেঞ্জই আমরা অতিক্রম করতে পারি। আমরা যখন পদ্মাসেতু নির্মাণ কাজ শুরু করি, তার আগে কেউ ভাবেনি যে পদ্মাসেতু হবে এবং পদ্মাসেতু নির্মাণ কাজ যখন সমাপ্ত হয়, যেখানে বিশ্বব্যাংক ছিল না, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু আমরা করেছি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কেউ ভাবেনি ঢাকায় আধুনিক মেট্রোরেল এমআরটি-৬ মতিঝিল এসেই গেছে। আমাদের সামনে আরও পাঁচটি মেট্রোরেলের পরিকল্পনা বাস্তবায়াধীন। এরইমধ্যে দুটি পাতাল রেলের, একটিতে ১৩ কিলোমিটার, আরেকটিতে ২১ কিলোমিটার কাজ শুরু হয়েছে। আমাদের টার্গেট ২০৩০ সালের মধ্যে ঢাকায় ছয়টি মেট্রোরেল নির্মাণ কাজ শেষ করব। আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমরা বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত করেছি। বাকি কাজও এগিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘বিশ্বব্যাংকের অর্থায়নে আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছি। তবে আশা করি, এ পরিকল্পনা বাস্তবায়ন হলে সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো। এটা আমাদের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হলো সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা।’

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘সড়ক ও পরিবহন দুক্ষেত্রে এটা প্রয়োজ্য। আমরা এ কাজটিতে বেশি নজর দিচ্ছি। সড়ক বানাবো, সড়কও স্মার্ট হবে। এক পশলা বৃষ্টিতে রাস্তা অস্তিত্ব থাকে না, এমন সড়ক করে লাভ নেই। আমরা এটিতে আরও গুরুত্ব দেব।’

সারাবাংলা/জেআর/ইআ

ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর