Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতি আছে কি না দেখতে হবে, তারপর ব্যবস্থা: বিমানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৪ ১৪:২৩ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪ ১৪:২৫

ঢাকা: বিমানে দুর্নীতি আছে কি না সেটি আগে দেখতে হবে, পরে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী অবসরপ্রাপ্ত লে. কর্নেল ফারুক খান। রোববার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি আগেও এই মন্ত্রণালয়ে ছিলাম। সুতরাং এখানকার কর্মকাণ্ড সম্পর্কে আমি জানি। সেই অভিজ্ঞতার আলোকে যে কাজগুলো চলছে সেগুলো যেন দ্রুত শেষ হয় সেদিকটা দেখব। যাত্রী সেবা, লাগেজ হ্যান্ডেলিং কিভাবে আরও উন্নত করা যায় এবং কিভাবে আরও নতুন নতুন ডেসটিনেশনে বিমান যেতে পারে সেগুলো দেখার চেষ্টা করব।

বিজ্ঞাপন

পর্যটনমন্ত্রী বলেন, পর্যটন খাতে আমাদের অপার সম্ভাবনা আছে। কিভাবে সেই সম্ভাবনা নিয়ে কাজ করা যায় সেগুলো দেখব।

মন্ত্রণালয় নিয়ে তার কোনো কর্মপরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগের কর্মপরিকল্পনায় কোন মন্ত্রণালয় কী করবে সেটি বলা আছে, সেই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করব। এর বাইরে বিভিন্ন সময় যে বিষয়গুলো আলোচনায় আসবে সেগুলো করব।

বিমানে দুর্নীতির অভিযোগ উঠে। এ বিষয়ে মন্ত্রীর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমাকে আগে দেখতে হবে। প্রথমেই সেটি বলব কেন? দেখা যাক।

সারাবাংলা/জেআর/আইই

টপ নিউজ বিমানমন্ত্রী

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর