Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাত দিনের মধ্যে ১০০ দিনের পরিকল্পনা দিতে চাই: পরিবেশমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৪ ১৩:৫৫ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪ ১৪:৪৭

ঢাকা: আগামী সাত দিনের মধ্যে তার মন্ত্রণালয়ের ১০০ দিনের পরিকল্পনা দিতে চান বলে জানিয়েছেন নতুন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

রোববার (১৪ জানুয়ারি) নতুন সরকারের মন্ত্রী হিসেবে সচিবালয়ে প্রথম কার্য দিবস উপলক্ষে পরিবেশ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন তিনি।

এসময় তিনি বলেন, সাত দিনের মধ্যে একশ দিনের পরিকল্পনা দিতে চাই।  অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করব।

পরিবেশ মন্ত্রণালয়কে সরকারের এক নম্বর মন্ত্রণালয় বানানোর প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমাদের নির্বাচনি ইশতেহার পূরণ করব। নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত মনিটরিং করা হবে। কাজের জন্য কোনো কাঠামো বদলের দরকার হলে সেটা করতে হবে। আমাদের কাজের সঙ্গে যা যা দরকার তা করব। আমরা চাই এটা যেন এক নম্বর মন্ত্রণালয় হয়। আমার পক্ষ থেকে আইনের প্রতি শতভাগ স্বচ্ছতার সঙ্গে সিদ্ধান্ত নেব। মিডিয়ার সঙ্গে সমন্বয় করে কাজ করব।

মন্ত্রী বলেন, বায়ু দূষণ প্রতিরোধ করতে হবে। বন সংরক্ষণ করতে হবে। টেকসই উন্নয়নের জন্যই পরিবেশ রক্ষা করতে হবে। এখানে দুর্নীতি বা অনিয়ম আমরা প্রশ্রয় দেব না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই অগ্রগতিকে টেকসই করতে হবে।

সারাবাংলা/জেআর/আইই

টপ নিউজ সাবের হোসেন চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর