Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপার কাপের ফাইনালে রিয়ালকে ফেভারিট মানছেন না জাভি

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৪ ১৩:৫৯

নাটকীয়ভাবে শেষ হলও জাভির বার্সা অধ্যায়

স্প্যানিশ সুপার কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। সব বাঁধা পার করে আবারও এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বার্সেলোনা। টানা শিরোপা জয়ের পথে বার্সার সামনে বাঁধা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ‘এল ক্লাসিকো’ ফাইনালের আগে বার্সা কোচ জাভি বলছেন, বার্সা কিংবা রিয়াল, কেউই এই ফাইনালের ফেভারিট নয়।

লা লিগায় খুব এক সুবিধাজনক অবস্থানে নেই বার্সা। শীর্ষে থাকা রিয়ালের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে তৃতীয় অবস্থানে আছে জাভির দল। লিগে পিছিয়ে থাকলেও সুপার কাপের ফাইনালে নিজেদের ১৫তম শিরোপা জয়ের লক্ষ্যে রিয়ালের সাথে টক্কর দিতে চান জাভি, ‘আমরা ফর্মের দিক দিয়ে রিয়ালের চেয়ে কিছুটা পিছিয়ে আছি। এটা অস্বীকার করার কোনও কারণ নেই। তবে আমরা আধিপত্য বজায় রেখে খেলার জন্যই মাঠে নামবো।’

বিজ্ঞাপন

ফাইনালে কে এগিয়ে থাকবে? জাভি জানিয়েছেন, এল ক্লাসিকোতে কেউ এগিয়ে থেকে মাঠে নামে না, ‘এটা ফাইনাল, তাও আবার এল ক্লাসিকো। এখানে কেউ ফেভারিট হিসাবে খেলতে নামে না। আশা করি গতবারের মতো এবারও ফাইনালে ভালো খেলবো। আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ফাইনালকে উপভোগ করাই আমাদের লক্ষ্য।’

আল আওয়াল স্টেডিয়ামে আজ রাতে ফাইনালে মুখোমুখি হবে রিয়াল ও বার্সা।

সারাবাংলা/এফএম

ফাইনাল বার্সেলোনা রিয়াল মাদ্রিদ সুপার কাপ স্পেন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর