Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারতের স্পিনিং পিচে আপত্তি নেই ইংল্যান্ডের’

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৪ ১১:৫৫

ভারতের মাটিতে টেস্ট খেলার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পোপ

ভারত-ইংল্যান্ড সিরিজ শুরুর আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে পিচ। বিশেষ করে কেপটাউন টেস্ট মাত্র দেড় দিনে শেষ হওয়ার পর ভারতীয় স্পিনিং পিচ নিয়ে ‘মাথা না ঘামানোর’ আহ্বান জানিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। সিরিজ শুরুর আগে ইংল্যান্ড উইকেটকিপার ব্যাটার অলি পোপ জানিয়েছেন, প্রথম বল থেকে পিচে স্পিন ধরলেও ইংল্যান্ড দলের এতে কোনও আপত্তি নেই।

আরও পড়ুন- ইতিহাসের সংক্ষিপ্ততম ১০ টেস্ট 

বরাবরের মতো এবারও ভারতের পিচে স্পিন ধরবে, সেটা অনেকটাই অনুমেয়। সেটা যদি ম্যাচের প্রথম বল থেকেও হয় তাতেও আপত্তি নেই পোপের, ‘আমি ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের বেশ কিছুক্ষণ দেখেছি, সেটা দারুণ ছিল। রান পাওয়া অনেক কঠিন ছিল। এরকম স্কোর ভারতের মাটিতেও দেখা যেতে পারে। তবে প্রথম বল থেকে বল ঘুরলেও আমাদের আপত্তি নেই। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার আছে যারা প্রথমবারের মতো ভারত সফরে এসেছে। তারা হয়তো প্রথম থেকে বল ঘুরলে কিছুটা অবাক হবে। তবে আমরা যদি পিচ ভালোভাবে ও তাড়াতাড়ি বুঝতে পারি তাহলে ভালো খেলতে অসুবিধা হওয়ার কথা না।’

আরও পড়ুন- ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্টে ভারতের জয়

যে পিচেই খেলা হোক, সেটা দুই দলের জন্য সমান মনেই মনে করেন পোপ, ‘মাঠের বাইরে থেকে অনেক কিছুই শুনতে পারেন। পিচ নিয়ে অনেক কথাই উঠবে। তবে আমাদের মনে রাখতে হবে দুই দল একই পিচে খেলছে, ইংল্যান্ডের পিচে কিছুটা ঘাস থাকে, ভারতের পিচে অনুমেয়ভাবেই সেটা থাকবে না। এখানে লো স্কোরিং ম্যাচ হবে, সেটা উপভোগ্যই হবে।’

আরও পড়ুন- শাস্তি পেলো সংক্ষিপ্ততম টেস্টের পিচ

আগামী ২৫ জানুয়ারি হায়দরাবাদে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

ইংল্যান্ড ক্রিকেট টেস্ট পিচ ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর