Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তিম মুহূর্তের গোলে সিটির দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৪ ০৯:৩১

সিটির দুর্দান্ত কামব্যাকের মূল নায়ক ডি ব্রুইন

গত দুই মাসে বেশ কয়েক ম্যাচে পয়েন্ট হারিয়ে শীর্ষস্থান হারিয়েছিলেন তারা। নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে গতকাল আরেকবার পয়েন্ট খোয়ানোর খুব কাছে চলে গিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তবে অন্তিম মুহূর্তে অস্কার ববের গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দুর্দান্ত এক কামব্যাকে ৩-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার দল।

সেন্ট জেমস পার্কে প্রথমে এগিয়ে গিয়েছিল সিটিজেনরাই। ২৬ মিনিটে কাইল ওয়াকারের পাসে ডি বক্সের ভেতর বল পেয়েছিলেন বেনার্দো সিল্ভা। চোখ ধাঁধানো এক ব্যাকহিলে বল জালে জড়ান সিলভা, এগিয়ে যায় সিটি। ম্যাচে ফির‍তে অবশ্য বেশি সময় নেয়নি নিউক্যাসেল। ৩৫ মিনিটে গুইমারিয়েসের দারুণ এক পাসে বল পায়ে আসে আলেকজান্ডার ইসাকের। সিটি কিপারকে বোকা বানাতে ভুল করেন ইসাক।

বিজ্ঞাপন

এক গোল হজম করে কিছু বুঝে ওঠার আগেই ম্যাচে পিছিয়ে পড়ে সিটি। ৩৭ মিনিটে বার্নের পাসে বল পেয়ে দারুণ এক শটে নিউক্যাসেলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে সিটিজেনরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে খুব বেশি সুবিধা করতে পারছিল না সিটি। ম্যাচের মোড় বদলে যায় ৬৯ মিনিটে। সিলভার বদলি হিসাবে মাঠে নামেন কেভিন ডি ব্রুইন। মাঠে নেমেই বদলে দেন খেলার গতি। পাঁচ মিনিটের মাঝেই আনেন সমতা। অবিশ্বাস্য গতিতে দৌড়ে রদ্রির পাসে বল বাগে আনেন ডি ব্রুইনা, এরপর নিচু শটে নিউক্যাসেল কিপারকে বোকা বানান এই বেলজিয়াম মিডফিল্ডার।

জয়সূচক গোলের জন্য এরপর মরিয়া হয়ে লড়েছে দুই দলই। তবে সুযোগ পাচ্ছিল না কেউই। যখন ম্যাচের ভাগ্যে ড্র লেখা আছে মনে হচ্ছিল ঠিক তখনই ঘরের মাঠের দর্শককে হতাশায় ডুবিয়ে সিটিকে জয় এনে দেন বব। গোলের কারিগর সেই ডি ব্রুইন। তার পাসেই প্রিমিয়ার লিগে নিজের প্রথম গোলটি স্মরণীয় করে রাখেন বব।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত ৩-২ গোলের জয়ে মাঠ ছাড়ে সিটি। এই জয়ে ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি। ২১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে নেমে গেছে নিউক্যাসেল। ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।

সারাবাংলা/এফএম

কেভিন ডি ব্রুইন টপ নিউজ প্রিমিয়ার লিগ ফুটবল ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর