Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৪ ২১:৪৪

রংপুর: তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছিলেন পীরগাছায় আলেয়া বেগম (৬৫)। অবশেষে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুর ১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। হাসপাতালের উপ-পরিচালক ডা. আ. ম. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আলেয়া বেগম উপজেলার গোয়ালু গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী।

আত্মীয়ের বরাত দিয়ে উপ-পরিচালক আখতারুজ্জামান জানান, আলেয়া বেগম শুক্রবার দুপুরে শীতের তীব্রতা থেকে বাঁচতে আগুন পোহাতে গেলে তার কাপড় ও শরীর মারাত্মকভাবে পুড়ে যায়। পরে বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাকে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই আজ দুপুরে তার মৃত্যু হয়।

সারাবাংলা/পিটিএম

দগ্ধ বৃদ্ধা মৃত্যু শীত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর