খুলনায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
১৩ জানুয়ারি ২০২৪ ১৯:৩০
খুলনা: বটিয়াঘাটায় সড়ক দুর্ঘটনায় রূপম হালদার আফসান (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টায় খুলনা-চালনা মহাসড়কের সিলিন্দামারি কারিগরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। সে ৩নং গঙ্গারামপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম হালদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রূপম হালদার আফসান মোটরসাইকেলে তার চাচাতো ভাইকে সাথে নিয়ে এবং আরও ৩টি মোটরসাইকেল একযোগে খুলনা থেকে কাতিয়ানাংলা তার বাড়ির উদ্দেশে রওয়ানা দেয়। একপর্যায়ে সিলিন্দামারি কারিগারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে রূপমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় গাড়িতে থাকা দু’জন জখম হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রূপমকে মৃত বলে ঘোষণা করে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাবাংলা/এমও