আরও এক এমপি পেল ক্ষমতাসীন আওয়ামী লীগ
১৩ জানুয়ারি ২০২৪ ১৮:২৬ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪ ২০:৩৬
ঢাকা: ময়মনসিংহ-৩ (গৌরীপুর) স্থগিত আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী নিলুফার আনজুম পপি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫৪ হাজার ৫৪ হাজার ৪৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট পেয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০টি আসনের মধ্যে ২৯৯ আসনের চূড়ান্ত ফলাফলে আওয়ামী লীগ আগে ২২২ আসনে জয় পেয়েছিল। নিলুফার আনজুম পপি বিজয়ী হওয়ায় আওয়ামী লীগের এমপি বহরে যোগ হলো আরও এক সারথি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী আওয়ামী লীগের সংসদ সদস্যরা গত বুধবার শপথ নিয়েছেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নির্বাচিত এমপিদের শপথ বাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এমপিদের শপথ গ্রহণের পরদিন শপথ নেন মন্ত্রিপরিষদের সদস্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিপরিষদের সদস্য সংখ্যা হয়েছে ৩৭ জনের। এর মধ্যে ২৫ জন পূর্ণাঙ্গ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী।
একইদিন মন্ত্রিপরিষদ প্রধানমন্ত্রীর নতুন ৬ উপদেষ্টাকেও নিয়োগ দেয়। এ সব প্রক্রিয়ার মাধ্যমে এবার টানা চতুর্থবারের মতো সরকার গঠন করলো আওয়ামী লীগ। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার নিলেন পঞ্চমবার।
রোববার (৭ জানুয়ারি) ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে সহনাটি ইউনিয়নের ৪০ নম্বর ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হামলা ভাঙচুর করে ৬টি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় দৃর্বৃত্তরা। আসনটিতে দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান খুবই কম হওয়া ময়মনসিংহ-৩ আসনের ফলাফল স্থগিত ঘোষণা করা হয়। স্থগিত আসনে শনিবার (১৩ জানুয়ারি) পূনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এর আগে গত ৭ জানুয়ারির প্রকাশিত ফলাফলে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আসনটিতে এগিয়ে ছিলেন। নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি পেয়েছিলেন ৫৩ হাজার ১৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছিলেন ৫২ হাজার ২১১ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল মাত্র ৯৮৫ ভোট।
নির্বাচনে ফলাফলে দেখা যায় আওয়ামী লীগ ২২৩, জাপা ১১, স্বতন্ত্র ৬২ অন্যান্য ৩ আসনের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ১টি (রাশেদ খান মেনন), জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ ১টি এবং বাংলাদেশ কল্যাণ পার্টি ১টি আসনে জয়লাভ করেছে। ৩০০ আসনের মধ্যে বাকি ১টি আসনে নওগাঁ-২ আসনের আগে থেকে নির্বাচন বন্ধ করার সিদ্ধান্ত ছিল।
সারাবাংলা/জিএস/একে
জাতীয়-নির্বাচন নিলুফার আনজুম পপি নৌকা প্রতীক ভোট ময়মনসিংহ-৩ আসন