Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাজেকে পর্যটকের নিরাপত্তায় পুলিশ পেল ২টি নতুন গাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৪ ১৮:৪৫

রাঙ্গামাটি: সাজেক ভ্যালির পর্যটকদের নিরাপত্তায় টহল এবং স্কর্ট কার্যক্রম বাড়াতে সাজেক ভ্যালি পুলিশ ক্যাম্প এবং বাঘাইহাট পুলিশ ক্যাম্পে দু’টি নতুন গাড়ি হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) জেলা পুলিশের পক্ষ থেকে ১টি এবং সাজেক রিসোর্ট মালিক সমিতির পক্ষ থেকে ১টিসহ দু’টি নতুন গাড়ি সাজেক ভ্যালি পুলিশ ক্যাম্প এবং বাঘাইহাট পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেন রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

বিজ্ঞাপন

এসময় বাঘাইহাট সেনাজোনের উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক, সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) আব্দুল আওয়াল চৌধুরী, সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান খান, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হকসহ সাজেক রিসোর্ট মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

নতুন গাড়ি পর্যটক সাজেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর