৩৭টি মিসাইল দিয়ে ইউক্রেনে রুশ হামলা
আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৪ ১৬:৫৪ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪ ১৬:৫৮
১৩ জানুয়ারি ২০২৪ ১৬:৫৪ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪ ১৬:৫৮
ইউক্রেনে বড় আকারের মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (১৩ জানুয়ারি) ভোরে অন্তত ৩৭টি মিসাইল ও তিনটি ড্রোন ইউক্রেনে হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অন্তত ৮টি মিসাইল গুলি করে ভূপাতিত করা হয়েছে।
শনিবার ভোরে ব্যবহৃত রুশ ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই ছিল অত্যন্ত দ্রুত গতির ব্যালিস্টিক মিসাইল। ফলে বেশিরভাগ মিসাইলই ইউক্রেনের ভূখণ্ডে আঘাত হানে। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, এ ধরনের মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা বেশ কঠিন।
এক সপ্তাহ আগে ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র বলেছিলেন, তার দেশ বর্তমানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার স্বল্পতায় ভুগছে।
ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়া মূলত কিনঝিলা মিসাইল নিক্ষেপ করছে। এই মিসাইলটি শব্দের চেয়ে কয়েকগুণ বেশি দ্রুত গতিতে ভ্রমণ করে।
সারাবাংলা/আইই