Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহের সড়কে পুলিশের এএসআই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৪ ১৫:০১ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪ ১৮:০৩

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে নান্দাইল মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) নুর আহমেদ (৪৫) নিহত হয়েছে।

শনিবার (১৩) দুপুর ১২টার দিকে কানুরামপুর-ত্রিশাল সড়কের বাহাদুরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর আহমেদ নেত্রকোনার মদনের পুলিহাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে। তিনি প্রায় তিন বছর ধরে নান্দাইল থানায় কর্মরত ছিলেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ দুপুর ১২টার দিকে নুর আহমেদ উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নে তার বিটের দায়িত্ব পালনে যাচ্ছিলেন। পথে কানুরামপুর-ত্রিশাল সড়কের বাহাদুরনগর এলাকায় পৌঁছালে মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নূর আহম্মেদ নিহত হন। মাইক্রোবাসটি উল্টে রাস্তার পাশে ক্ষেতে পড়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই মাইক্রোবাস চালক পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

সারাবাংলা/ইআ

পুলিশের এএসআই নিহত ময়মনসিংহ

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর