Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানের লাইফ জ্যাকেটে মিলল ৪ কোটি টাকার সোনার গহনা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৪ ১৩:০৬ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪ ১৫:০২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে শারজাহ থেকে আসা একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে সাড়ে ৪ কেজি সোনার গহনা উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক দাম ৪ কোটি টাকা বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানিয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টা ৭ মিনিটে বাংলাদদেশ বিমানের ফ্লাইটটি (বিজি-১৫২) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফ্লাইটটিতে তল্লাশি চালানো হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের রাজস্ব কর্মকর্তা আল আমিন প্রধান সারাবাংলাকে জানিয়েছেন, ফ্লাইটের ১৯-এ, ১৮-বি, ১৭-বি ও ১১-ই আসনের লাইফ জ্যাকেটের মধ্যে কৌশলে সোনার গহনাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। তল্লাশিতে ৬৯টি চুড়ি, ১১টি চেইন, ৩টি লকেট ও ২টি রিং পাওয়া যায়।

জব্দ সোনার গহনার ওজন সাড়ে ৪ কেজি এবং দাম প্রায় ৩ কোটি ৮৫ লাখ ৯৩ হাজার টাকা। বাংলাদেশ জুয়েলারি সমিতির স্বর্ণকার পরীক্ষা করে সেগুলো ২৪ ক্যারেটের সোনা বলে জানিয়েছেন।

ঘোষণা না দিয়ে অবৈধ পথে এসব গহনা কে বা কারা এনেছে সেটা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে অধিদফতরের পক্ষ জানানো হয়েছে।

সারাবাংলা/আরডি/ইআ

চট্টগ্রাম টপ নিউজ সোনার গয়না

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর