Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৪ ১২:৩৩

দিনাজপুর: দিনাজপুরের হিলিতে ধানের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় মর্জিনা (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার আলীহাট ইউনিয়নের ধাওয়া নশিপুর নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মর্জিনা (৪৫) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকার মৃত খাজেমুনের মেয়ে।

হাকিমপুর থানার উপ পরিদর্শক (এসআই) দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করছেন। তিনি জানান, সকালে স্থানীয়দের ফোনের মাধ্যমে জানতে পেরে নশিপুর এলাকা থেকে মর্জিনা নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্ত শেষে বলা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান,আলীহাট ইউনিয়নের ফুলমিয়া নামের এক ব্যক্তির সঙ্গে মর্জিনার বিয়ে হয়েছিল এবং এক বছর আগে তাদের দুইজনের ডিভোর্স হয়।

সারাবাংলা/ইআ

নারীর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর