Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৪ ০০:৪৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

ঢাকা: প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে একদিন পরই নিজ জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন শেখ হাসিনা। দুই দিনের সফরে তিনি নতুন মন্ত্রিসভা নিয়ে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। একইসঙ্গে নিজ নির্বাচনি এলাকা দুই উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

শনিবার (১৩ জানুয়ারি) সকালে ঢাকা থেকে গোপালগঞ্জের পথে রওনা দেবেন শেখ হাসিনা। শনিবার এবং রোববার তিনি সেখানে অবস্থান করবেন।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। শুক্রবার (১২ জানুয়ারি) তিনি নতুন মন্ত্রিসভা নিয়ে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন সাভারে জাতীয় স্মৃতিসৌধতেও।

শনিবার সফরের প্রথম দিন সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন শেখ হাসিনা। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হবে। পরে প্রধানমন্ত্রী পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।

এরপর নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে শেখ হাসিনা জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন। শ্রদ্ধা নিবেদন শেষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। শনিবার রাতে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন রোববার (১৪ জানুয়ারি) নিজের নির্বাচনি এলাকার আরেক উপজেলা কোটালীপাড়ায় যাবেন শেখ হাসিনা। সেখানে নেতাকর্মীদের সঙ্গে দুপুরের খাবার খাবেন। পরে বিকেল ৩টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর ঢাকার পথে রওনা হবেন তিনি।

বিজ্ঞাপন

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ জানিয়েছে, শেখ হাসিনার সফর উপলক্ষে তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় থেকেও জানানো হয়েছে, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের সফর উপলক্ষে নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সারাবাংলা/এনআর/টিআর

গোপালগঞ্জ গোপালগঞ্জ সফর জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর