জেলায় ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্ছ্বাসে ভাসছে গাজীপুর
১২ জানুয়ারি ২০২৪ ২৩:৪৫ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪ ০০:১৭
গাজীপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভায় গাজীপুরের পাঁচটি আসনের মধ্যে তিনটি আসনের তিন সংসদ সদস্যের মধ্যে একজনকে মন্ত্রী ও দুইজনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে গাজীপুর-১ (কালিয়াকৈর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হককে মন্ত্রী এবং গাজীপুর-৩ (শ্রীপুর) থেকে রুমানা আলী ও গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সিমিন হোসেনকে (রিমি) প্রতিমন্ত্রী করা হয়েছে।
নতুন মন্ত্রিসভায় আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, সিমিন হোসেন রিমিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং রুমানা আলীকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
গাজীপুর জেলায় তিনজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার গাজীপুরবাসীর মধ্যে খুশির জোয়ার বইছে। মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ঘোষণার পর পরই নেতাকর্মীরা, সাধারণ মানুষজন খুশি ও আনন্দ-উল্লাসে উদ্ভাসিত। গাজীপুরের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করতে দেখা যায়। সেই সঙ্গে মিষ্টি বিতরণও করেছে স্থানীয় নেতাকর্মীরা।
বুধবার রাতে মন্ত্রিসভায় শপথ নেওয়ার ফোন পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গাজীপুরের আমজনতার মধ্যে উৎফুল্লতা দেখা যায়। নতুন মন্ত্রিসভার নামের তালিকায় প্রকাশ হওয়ায় এই জেলার সব সংসদীয় আসনে সর্বস্তরের মানুষ মাঝে আনন্দের বন্যা বইছে। গাজীপুরে একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা।
কালিয়াকৈরে বাসিন্দা রিয়াজুল বলেন, ‘আগেও আমাদের এই আসনে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী ছিল। প্রধানমন্ত্রী আমাদের এই আসনে পুনরায় মন্ত্রী দিয়েছেন। এতে আমরা খুবই আনন্দিত। আমরা আশা করি আগের চেয়ে অনেক বেশি উন্নয়ন হবে আমাদের এলাকায়।’
শ্রীপুরের বাসিন্দা সুমন শেখ বলেন, ‘আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া এই বছর ওনি আমাদের আসনে এমপি হলেন এবং এই বছরই প্রতিমন্ত্রীর (রুমানা আলী) দায়িত্ব দেওয়া হলো। আনন্দ প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছি। এবার আমাদের এই আসনটি আপা নতুন আঙ্গিকে সাজাবে।’
কাপাসিয়ার বাসিন্দা শাহাদাৎ বলেন, ‘তিনি (সিমিন হোসেন রিমি) আগেও এমপি ছিলেন। তবে আমাদের চাওয়া ছিল রিমি আপা যেন মন্ত্রী হয়। প্রধানমন্ত্রী এবার আপাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছে। এতে আমরা অনেক বেশি খুশি। তবে আমরা চাই পরবর্তীতে তিনি যেন পূর্ণাঙ্গ মন্ত্রী হয়। তিনি যখন এমপি ছিলেন তখনই আমাদের এলাকার জন্য অনেক কিছু করেছেন। এবার যেহেতু প্রতিমন্ত্রী হয়েছে সেই হিসেবে আগের আরও উন্নয়ন হবে বলে আমরা মনে করি।’
সারাবাংলা/একে
আ ক ম মোজাম্মেল হক গাজীপুর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মন্ত্রিসভা মন্ত্রিসভার সদস্য রুমানা আলী সিমিন হোসেন রিমি