Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে ৫ মুরগি চোর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৪ ১৮:৫৩

জয়পুরহাট: জয়পুরহাটে পিকআপ ট্রাকসহ মুরগি চোর চক্রের ৫ সদস্য আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ জানুয়ারি) সদর উপজেলার পুরানাপৈল বনখুর এলাকায় একটি মুরগির খামারে চুরি করার সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলো, জয়পুরহাট সদর উপজেলার হিচমী পশ্চিম পাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে সোহরাব হোসেন (৪৫),পশ্চিম পারুলিয়া গ্রামের জরিপ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৫০), পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের জব্বার মন্ডলের ছেলে মফিজুল ইসলাম (৪২), দিনাজপুরের হাকিমপুর উপজেলার পালপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৬২), বৈগ্রাম গ্রামের সাত্তার মণ্ডলের ছেলে ফারুক হোসেন (৫০)।

ওসি হুমায়ূন কবির জানান, আটকরা দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন এলাকায় গিয়ে খামারে মুরগি চুরি করে। উপজেলার পুরানাপৈল বনখুর এলাকায় একটি মুরগির খামারে চোর চক্রের সদস্যরা অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরির কাজে ব্যবহৃত একটি পিক-আপসহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়।

সারাবাংলা/এমও

জয়পুরহাট মুরগি চোর