Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুর মৃতদেহ রেখে পালিয়েছে হাসপাতালে আসা লোক

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৪ ১৮:০৯

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ৫ বছরের এক শিশুর মরদেহ ফেলে পালিয়েছে তার লোকজন। হাসপাতালে আসার পর পুলিশকে নুরনবী নামে ওই ব্যক্তি নিজেকে শিশুটির বাবা পরিচয় দিয়ে জানিয়েছিলেন, শিশুটির নাম সাফেন (৫) বছর। রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় বাসার পাশে ভ্যানের ধাক্কায় আহত হয়েছে শিশুটি।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে। ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে শিশুটির মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সকালে নূরনবী নামে এক ব্যক্তি শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। তখন তিনি নিজেকে শিশুটির বাবা পরিচয় দেন। একটি সাফেন (৫) বছর দিয়ে একটি টিকিট কাটেন। হাসপাতালের জরুরী বিভাগে পুলিশ ও গোয়েন্দাদের জানান, তার বাসা যাত্রাবাড়ী কাজলা এলাকায়। সকালে বাসার সামনের রাস্তায় একটি ভ্যানের ধাক্কায় আহত হয়েছে শিশুটি। তবে ওই নুরনবীকে হাসপাতালে আর দেখা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও নার্সরা জানান, সকাল ১০টার দিকে জরুরি বিভাগের ৪ নম্বর রুমে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এর পরপরই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা ওই ব্যক্তি উধাও হয়ে যায়। আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

নুরনবী পুলিশকে জানিয়েছিল, তার বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ১ নম্বর ওয়ার্ডে।

সারাবাংলা/একে

ঢাকা মেডিকেল হাসপাতাল

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর