জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার শ্রদ্ধা
১২ জানুয়ারি ২০২৪ ১২:০৫ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৪ ১২:৪২
ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিসভার নবনিযুক্ত সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর স্মৃতিসৌধে রক্ষিত স্বাক্ষর বইয়ে সই করেন তিনি।
এর আগে, শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিসভার নবনিযুক্ত সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি।
পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ শেষে আগামীকাল শনিবার (১৩ জানুয়ারি) টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছেন শেখ হাসিনা। মন্ত্রিসভার সদস্যরাসহ তিনি টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন করবেন। আগামী রোববারে (১৪ জানুয়ারি) ফিরে আসবেন তিনি।
এর আগে, গতাকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার পর বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পরিচালনায় এবার মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী নিয়োগ প্রাপ্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পর মন্ত্রিসভার ২৫ মন্ত্রী প্রথমে মন্ত্রী হিসাবে এবং পরে গোপনীয়তার শপথ গ্রহণ করেন।
দ্বাদশ জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ নব-নির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্য। গত বুধবার সকাল ১০টায় পার্লামেন্টে সংসদ সদস্য হিসাবে প্রথমে শপথ গ্রহণ করেন বর্তমান স্পিকার শিরীন শারমীন চৌধুরী। এরপর তিনি শেখ হাসিনাসহ অন্য সংসদ সদস্যদের একসাথে শপথ বাক্য পাঠ করান। জাতীয় পার্টি ও স্বতন্ত্র হিসাবে বিজয়ীরাও শপথ নিয়েছেন। যার মাধ্যমে বাংলাদেশে দ্বাদশ সংসদ গঠিত হলো।
গতকাল বৃহস্পতিবার বিকালে নতুন মন্ত্রিসভা শপথ অনুষ্ঠিত হয়। এবারও সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে পঞ্চমবারের মতো সংসদ নেতা হলেন তিনি। একাদশ সংসদের মতো এবারও মতিয়া চৌধুরীকেই সংসদের উপনেতা হিসেবে নির্বাচন করেছেন আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যরা। আর দ্বাদশ সংসদের চিফ হুইপ নির্বাচিত হয়েছেন নূর-ই-আলম চৌধুরী।
সারাবাংলা/এনআর/এনএস