Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপার কাপের ফাইনালে রিয়ালের সঙ্গী বার্সা

স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০২৪ ১০:০৫ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৪ ১০:০৭

সেমিতে ওসাসুনাকে হারিয়েছে বার্সা

একদিন আগে ৮ গোলের থ্রিলারে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছিল রিয়াল মাদ্রিদ। অন্য সেমিতে বার্সেলোনা থাকায় সুপার কাপের ফাইনালে সম্ভাবনা ছিল আরেকটি এল ক্লাসিকোর। শেষ পর্যন্ত হয়েছেও তাই। দ্বিতীয় সেমিতে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বার্সা। সুপার কাপের ফাইনালে তাই হবে আরেকটি জমজমাট এল ক্লাসিকো।

আল আওয়াল স্টেডিয়ামে প্রথমার্ধের শুরু থেকেই দাপটের সাথে খেলেছে বার্সা। এগিয়ে যাওয়ার বেশ কয়েকটি ভালো সুযোগও তৈরি করেছিলেন গুন্দোয়ানরা। কিন্তু বারবারই গোলপোস্টের ভেতরে গিয়ে সুযোগ নষ্ট করেছেন তারা। স্রোতের বিপরীতে ৩৮ মিনিটে এগিয়ে যেতে পারত ওসাসুনা। দারুণ এক কাউন্টার অ্যাটাকে বল পেয়েও গোল করতে পারেননি ইনাকি পেনা। শেষ পর্যন্ত গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ডেডলক ভাঙ্গেন রবার্ট লেভান্ডসকি। গুন্দোয়ানের বাড়ানো বলে বক্সের ভেতর বল পেয়ে তিনজন ডিফেন্ডারের মাঝে দিয়ে গোল করেন তিনি। ৬৮ মিনিটে ফেলিক্সের দারুণ শট বাঁচিয়ে দেন ওসাসুনা কিপার। যোগ করা সময়ের ৯৩ মিনিটে বার্সার হয়ে দ্বিতীয় গোল পান লামিন ইয়ামান। ফেলিক্সের পাসে গোল করে বার্সার জয় নিশ্চিত করেন ১৬ বছর বয়সী ইয়ামান।

এই জয়ে সুপার কাপের ফাইনালে পৌঁছে গেলো বার্সা। সেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। আগামী ১৫ জানুয়ারি আল আওয়াল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

সারাবাংলা/এফএম

ফাইনাল ফুটবল বার্সেলোনা রিয়াল মাদ্রিদ সুপার কাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর