মন্ত্রী হওয়ায় নওফেলের নির্বাচনি এলাকায় আনন্দ মিছিল
১২ জানুয়ারি ২০২৪ ০০:৫৭ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৪ ০১:১৬
চট্টগ্রাম ব্যুরো: মহিবুল হাসান চৌধুরী নওফেল মন্ত্রী হওয়ায় তার নির্বাচনি এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন অনুসারী নেতাকর্মীরা। মিছিল, স্লোগান আর ব্যান্ডের করতালে শত শত নেতাকর্মী এ আনন্দ আয়োজনের সামিল হন।
মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণের পর বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর সিনেমা প্যালেস চত্বর থেকে আনন্দ মিছিল বের করেন নওফেলের অনুসারীরা। মিছিল নিয়ে লালদিঘী, আন্দরকিল্লা, মোমিন রোড ঘুরে চেরাগি পাহাড় মোড়ে গিয়ে পথ সমাবেশ করেন তারা।
নগর আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর জহরলাল হাজারী মিছিলে নেতৃত্ব দেন।
আরও পড়ুন- শিক্ষা উপমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন নওফেল
সমাবেশে জহরলাল হাজারী বলেন, ‘আমাদের চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য তরুণ জননেতা মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব সফলভাবে পালন করেছেন। এ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী উনাকে শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের এমপি অবশ্যই এ গুরুদায়িত্ব পালনে সাফল্যের স্বাক্ষর রেখে প্রধানমন্ত্রীর মুখ উজ্জ্বল করবেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
সমাবেশে যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, চসিক কাউন্সিলর নুরুল আলম মিয়া ও কাউন্সিলর পুলক খাস্তগীর, আন্দরিকল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশীষ ভট্টাচার্য্য, শ্রমিক নেতা আবু হোসেন আবু, সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, রতন আচার্য্য, ফজলুল আমীন, কাজী হেলাল উদ্দিন, বিপ্লব চৌধুরী প্রতাপ, লিটন দাশ, শিল্পী গুহ, রেহেনা আক্তার, মোজাম্মেল হক মানিক, সঞ্জীব বিশ্বাস সাজু, পঙ্কজ রায়, উৎপল দাশ, সুমন রায় চৌধুরী, তাপস দে, বলাই চক্রবর্তী, নিপু শর্ম্মা, জয় চৌধুরী, মো. জাহেদ,মনিরুল হক মুন্না, শাহজাহান রুবেল, রাজীব সিকদার, আবু তাহের রানা, তৌহিদুল ইসলাম মিথুন, মনিরুল ইসলাম, আনোয়ার হোসেন পলাশ, আবদুল্লাহ আল সাইমুন, জুবায়ের আলম আশিক, ইয়াছির আরাফাত রিকু, শুভ দত্ত, ইসমাইল সাকিব, রমজান আলী, বিশাল হাজারী, অভি চক্রবর্ত্তী উপস্থিত ছিলেন।
মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রয়াত রাজনীতিক এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সন্তান। মহিউদ্দিন টানা ১৭ বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ছিলেন। নওফেল বাবার হাত ধরে রাজনীতিতে যুক্ত হন। ২০১৬ সালে তাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়।
২০১৮ সালে প্রথমবার চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান নওফেল। প্রথমবারই জিতে তিনি মন্ত্রিসভায় জায়গা পান। দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও মনোনয়ন পেয়ে জিতে নওফেল পূর্ণমন্ত্রী হলেন।
সারাবাংলা/আরডি/টিআর