Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাক, টেলিযোগাযোগ ও আইসিটির দায়িত্বে পলক

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৪ ২১:৫৬

ঢাকা: ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জুনাইদ আহমেদ পলক। এর আগে তিনি একই মন্ত্রণালয়ের তথ্য প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। পরে তাদের মধ্যে দফতর বণ্টন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, জুনাইদ আহমেদ পলক টানা চতুর্থবারের সংসদ সদস্য। সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার তকমাও রয়েছে তার। আর দীর্ঘ দিন ধরই তিনি আইসিটি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। মাঝে কিছু সময় ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

আইসিটি জুনাইদ আহমেদ পলক দায়িত্ব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর