Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রুশ প্রেসিডেন্ট পুতিনের অভিনন্দন

স্টাফ করেসপেন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৪ ০০:৪০ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৪ ০১:৩১

ঢাকা: প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এক অভিনন্দন বার্তায় পুতিন বলেন, ‘রাশিয়া-বাংলাদেশের সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ। আশা করি সরকার প্রধান হিসেবে আপনার কার্যক্রম গঠনমূলক দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করবে এবং আমাদের দুই দেশের জনগণের কল্যাণে আরও অবদান রাখবে।’ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। এতে ২২২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। পরদিন ৮ জানুয়ারি গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মন্টিটাস্কি।

১১ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গভবনে শপথ নেন শেখ হাসিনা। ফের প্রধানমন্ত্রী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিনন্দন জানান।

আরও পড়ুন

সারাবাংলা/আইই

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভ্লাদিমির পুতিন শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর