কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে আব্দুস শহীদ
সিনিয়র করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৪ ২০:৪৫ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৪ ২১:৪৯
১১ জানুয়ারি ২০২৪ ২০:৪৫ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৪ ২১:৪৯
ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মৌলভীবাজার-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুস শহীদ। তিনি ড. আব্দুর রাজ্জাকের স্থলাভিষক্ত হলেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। পরে তাদের মধ্যে দফতর বন্টন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
এর আগে, আবদুস শহীদ হুইপ, সরকার ও বিরোধীদলীয় চিফ হুইপ, সংসদীয় স্থায়ী কমিটির প্রতিশ্রুতি সম্পর্কিত এবং অনুমতি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত টানা সাত বার এমপি নির্বাচিত হয়ে আসছেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আবদুস শহীদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হন তিনি।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম