নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী
স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৪ ২০:২৮ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৪ ২১:৩৯
১১ জানুয়ারি ২০২৪ ২০:২৮ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৪ ২১:৩৯
ঢাকা : সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আওয়ামীলীগ সরকারের নতুন অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। তিনি দিনাজপুর-৪ আসন থেকে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে ২০১৮ সাল থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে সরকার গঠনের আগ পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন আ হ ম মুস্তঢা কামাল।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রীপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত মন্ত্রীদের মধ্যে দফতর বন্টন সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাবাংলা/জিএস/একে