মন্ত্রী হয়ে পররাষ্ট্রে ফিরলেন ড. হাছান মাহমুদ
স্টাফ করেসপেন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৪ ২১:০৭ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৪ ২১:০৮
১১ জানুয়ারি ২০২৪ ২১:০৭ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৪ ২১:০৮
ঢাকা: নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের পর দফতর বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. হাছান মাহমুদ চৌধুরী। তিনি গত সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।
এর আগেও ২০০৯ সালে তিনি পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে ওই মন্ত্রিসভায় তিনি পদন্নোতি পেয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
ড. হাছান মাহমুদ চট্টগ্রাম ৭ আসন থেকে চারবার নির্বাচিত সংসদ সদস্য। বর্তমানে তিনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সারাবাংলা/আইই