Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী নিয়োগের প্রজ্ঞাপন জারি

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৪ ১৬:৪৩ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৪ ১৭:৪০

ঢাকা: নতুন সরকারের মন্ত্রিসভার জন্য ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন।

বিজ্ঞাপন

মন্ত্রীদের তালিকায় আছেন- আ, ক, ম, মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান, মো. তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, মোহাম্মদ হাছান মাহমুদ, ডা. দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, আব্দুস সালাম, মো. ফরিদুল হক খান, র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, নারায়ন চন্দ্র চন্দ, জাহাঙ্গীর কবির নানক, মো. আব্দুর রহমান, মো. আব্দুস শহীদ, স্থপতি ইয়াফেস ওসমান, ডা. সামন্ত লাল সেন,
মো. জিল্লুল হাকিম, ফরহাদ হোসেন, নাজমুল হাসান, সাবের হোসেন চৌধুরী, জনাব মহিবুল হাসান চৌধুরী।

প্রতিমন্ত্রীদের তালিকায় আছেন- নসরুল হামিদ, খালিদ মাহমুদ চৌধুরী, জুনাইদ আহমেদ পলক, জাহিদ ফারুক, সিমিন হোসেন (রিমি), কুজেন্দ্র লাল ত্রিপুরা, মো. মহিববুর রহমান, মোহাম্মদ আলী আরাফাত, শফিকুর রহমান চৌধুরী, রুমানা আলী, জনাব আহসানুল ইসলাম (টিটু)।

মোট ৩৬ জনের তালিকা প্রজ্ঞাপনে প্রকাশ করা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন:

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/ইআ

প্রজ্ঞাপন জারি মন্ত্রিসভা রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর