Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে আগুনে পুড়ল ১৩ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৪ ১২:০৭ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৪ ১২:১২

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে একটি বাজারের ১৩টি দোকান আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ৭৪ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি)সকাল ৬টার দিকে উপজেলার জিউধরা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ জানান, খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রায় ৭৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে কিভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এখনও জানা যায়নি।

জানা গেছে, পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে- শহিদুল ইসলামের কাপড় ও লেপতোষকের দোকান, স্বপন হাওলাদার কাপড়ের দোকান, মোতালেবের কসমেটিক্সের দোকান, আয়নাল ময়রার মিষ্টির দোকান, সিদ্দিক শেখের মুদি দোকান, আলামিন দর্জীর কাপড়ের দোকান, কবিরের প্লাস্টিক সামগ্রীর দোকান, ইব্রাহিম দর্জির কাপড়ের দোকান, জিয়াদের সুতা জালের দোকান, বেল্লালের চা বিস্কুটের দোকান, আবুবক্করের কাপড়ের দোকান, লিটনের মাছের খাবার ও ফরহাদের কসমেটিক্সের দোকান।

সারাবাংলা/ইআ

আগুন বাগেরহাট

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর