গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় নিহত ১৪৭
১১ জানুয়ারি ২০২৪ ১১:৪০ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৪ ১১:৪১
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৪৭ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার (১০ জানুয়ারি) দক্ষিণ ও মধ্য গাজায় হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। এতে করে চলমান যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ছাড়িয়ে গেছে। খবর আলজাজিরা।
এদিন মধ্য গাজার দেইর এল-বালাহে আল-আকসা শহিদ হাসপাতালের কাছে বোমা হামলা চালিয়ে ইসরাইলি। সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এ বোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। তবে গাজার সরকারি গণমাধ্যম দফতর জানিয়েছে, এ ঘটনায় ৪০ জন নিহত ও আহত হয়েছেন।
এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গতকাল বুধবার রামাল্লায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর তিনি বলেছেন, মাহমুদ আব্বাস পিএ (ফিলিস্তিন কর্তৃপক্ষ) সংস্কার এবং গাজার নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় চলমান ইসরাইলি হামলায় অন্তত ২৩ হাজার ৩৫৭ জন নিহত হয়েছেন। এছাড়া ৫৯ হাজার ৪১০ জনেরও বেশি আহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই শিশু ও নারী। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় হামলায় ইসরাইলে সংশোধিত নিহতের সংখ্যা এক হাজার ১৩৯ জনে দাঁড়িয়েছে।