নতুন মন্ত্রিসভার শপথ আজ
১১ জানুয়ারি ২০২৪ ০৮:৩৯ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৪ ০৮:৪৪
ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন আজ। বঙ্গভবনের দরবার হলে প্রধানমন্ত্রী ও মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নতুন মন্ত্রিপরিষদ বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন।
এই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী। এরই মধ্যে তাদের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার শপথ অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, সচিব, সামরিক বেসামরিক কর্মকর্তা, রাষ্ট্রদূত, হাই কমিশনার ও মিশন প্রধানরা উপস্থিত থাকবেন। মন্ত্রিপরিষদ সচিব রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।
এই শপথের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। সব মিলিয়ে এবারসহ তিনি পাঁচবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই হিসাবে নির্বাচনের পূর্ণাঙ্গ ফল প্রকাশের চার দিনের মাথায় নতুন সরকার শপথ নিতে যাচ্ছে।
আরও পড়ুন:
- শেখ হাসিনার মন্ত্রিসভায় ২৫ মন্ত্রী, প্রতিমন্ত্রী ১১ জন [তালিকা]
- প্রথমবারের মতো মন্ত্রিসভায় তারা
- দ্বাদশের মন্ত্রিসভায়ও ৪ নারী, নতুন মুখ ২ জন
- ‘প্রমোশন’ পেলেন একাদশের ৩ প্রতিমন্ত্রী-উপমন্ত্রী
- মন্ত্রিসভায় নতুন মুখ
সারাবাংলা/জেআর/এনআর/টিআর/এনএস