Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার কক্সবাজার যাচ্ছে ‘পর্যটক এক্সপ্রেস’, টিকিটের চাহিদা ব্যাপক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৪ ০৭:৫৫

কক্সবাজার: পর্যটন নগরী কক্সবাজারের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে গত ১ ডিসেম্বর ঢাকা-কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামের প্রথমবারের মত বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু চালুর পর থেকেই ট্রেনের টিকিট পাওয়াটাই যেন দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। এর পরিপ্রেক্ষিতে নতুন ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে।

সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১০ জানুয়ারি) বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ৭৮৫ জন যাত্রী নিয়ে কক্সবাজার আইকনিক স্টেশনে পৌঁছায় দ্বিতীয় আন্তঃনগর ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’। ট্রেনটি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয় সকাল সোয়া ৬টায়। এ নিয়ে ঢাকা-কক্সবাজার রুটে প্রতিদিন যাতায়াত করবে দুটি বাণিজ্যিক ট্রেন।

বিজ্ঞাপন

কক্সবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, প্রথমবারের মত যাত্রা শুরু করল বাণিজ্যিকভাবে চালু হওয়া ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’। ট্রেনটিতে যাত্রী ছিল ৭৮৫ জন। এতে বগির সংখ্যা ছিল ১৬টি। রাত সাড়ে ৮টায় একই সংখ্যক যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি। প্রতি রোববার ট্রেনটির চলাচল বন্ধ থাকবে।

পর্যটক এক্সপ্রেসে আসা সাইফুল ইসলাম নামে এক পর্যটক বলেন, ‘এই প্রথম ট্রেনে করে কক্সবাজার এলাম। ট্রেন চালু হওয়ার পর অনেকবার চেষ্টা করেও টিকিট পাইনি। সত্যিই অসাধারণ যাত্রা হয়েছে। ভেতরের পরিবেশটাও সুন্দর ছিল।’ সুমাইয়া আক্তার পপি নামে আরেক পর্যটক বলেন, ‘সব ঠিক আছে। তবে টিকিট পেতে অনেক কষ্ট হয়। সেক্ষেত্রে ট্রেন মনে হয় আরও একটা প্রয়োজন।’

জানা গেছে, নতুন চালু হওয়া ‘পর্যটক এক্সপ্রেস’র ভাড়া নির্ধারণ করা হয়েছে ‘কক্সবাজার এক্সপ্রেস’র সমপরিমাণ। এতে ঢাকা থেকে কক্সবাজারের নন-এসি শ্রেণির ‘শোভন চেয়ার’ আসনের ভাড়া ৬৯৫ টাকা এবং এসি শ্রেণির ‘স্নিগ্ধা’ আসনের ভ্যাটসহ ভাড়া এক হাজার ৩২৫ টাকা পড়বে। ঢাকা বিমানবন্দর স্টেশন থেকেও একই ভাড়া নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

কক্সবাজার আইকনিক স্টেশনের মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী জানান, দেশের বিভিন্ন রুটে চলাচলকারী আরও কয়েকটি ট্রেন কক্সবাজার আইকনিক স্টেশন থেকে চালুর আলোচনা চলছে। যত দ্রুত সম্ভব ট্রেনগুলো চলাচলে ব্যবস্থা নেবে রেল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সেপ্রেস’ নামে প্রথমবারের মত বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয়। এর আগে, গত বছরের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে কক্সবাজার আইকনিক রেল স্টেশন এবং ঢাকা-কক্সবাজার রেললাইনের উদ্বোধন করেন।

সারাবাংলা/পিটিএম

কক্সবাজার পর্যটক এক্সপ্রেস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর