Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ মিনারের ত্রুটি চিহ্নিত করছে টেকনিক্যাল কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৪ ২২:৩৬

চট্টগ্রাম ব্যুরো: সদ্য নির্মাণ করা শহিদ মিনার ত্রুটি চিহ্নিত করতে ১৬ জানুয়ারি পরিদর্শনে যাবে সাত সদস্য বিশিষ্ট টেকনিক্যাল কমিটি। এরপর সেখানে কী কী পরিবর্তন আনতে হবে সেগুলো প্রস্তাব দেওয়া হবে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানকে।

বুধবার (১০ জানুয়ারি) নগরীর টাইগারপাসের চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘শহিদ মিনার আমাদের চেতনার উৎস। জনগণের মূল দাবি শহিদ মিনারকে দৃশ্যমান করা। বর্তমানে শহিদ মিনারে চারটি সিঁড়ি বেয়ে যেতে হচ্ছে। যা সাধারণ মানুষ, বিশেষ করে বৃদ্ধদের উপযোগী নয়। এ ছাড়া সিঁড়িগুলোর গঠন এমন যে, বড় কোনো আয়োজনে প্রচণ্ড ভিড় হলে মানুষের হাত-পা ভাঙবে। প্রকল্প সংশ্লিষ্টদের স্থপতিদের সাথে বসে দ্রুততম সময়ে এ সমস্যার সমাধান বের করতে হবে।’

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি দেলোয়ার মজুমদার সারাবাংলাকে বলেন, ‘চট্টগ্রামের কেন্দ্রীয় শহিদ মিনার যেটা নতুনভাবে করা হয়েছে সেটা জনবিচ্ছিন্ন। আমরা এ নিয়ে আজ (বুধবার) মেয়র সাহেবসহ বসেছি। আগেও অনেকবার আমরা বসেছি।’

‘বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ১৬ জানুয়ারি সকালে শহিদ মিনারে টেকনিক্যাল কমিটি গিয়ে পরিদর্শন করবে। এরপর সেখানে কী কী বিচ্যুতি আছে সেটা আমরা খুঁজে বের করব। তার পর আবার বসে কী করা যায় সেটা সিদ্ধান্ত নেব।’

সভায় চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট প্রকল্পের পরিচালক লুৎফুর রহমান, গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক বদরুল আলম খান, নির্বাহী প্রকৌশলী রাহুল গুহ, একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, স্থপতি আশিক ইমরান, সোহেল মোহাম্মদ শাকুর উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর মেয়র রেজাউলকে আহ্বায়ক করে চট্টগ্রামের কেন্দ্রীয় শহিদ মিনারের সংস্কার কার্যক্রম সংক্রান্ত সাত সদস্যবিশিষ্ট টেকনিক্যাল কমিটি গঠন করা হয় ।

সারাবাংলা/আইসি/পিটিএম

ত্রুটি চিহ্নিত শহিদ মিনার

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর